যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন অনলাইনে.....................!!!!!!!!!!!!!!!!
করোনা
মহামারির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
নতুন ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই, হারানো এনআইডি তোলা, সংশোধন ও নতুন ভোটার
নিবন্ধন হতে পারবেন অনলাইনে। এজন্য এসএমএস পাঠাতে হবে। অনলাইনের এই সেবা পেতে
ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।
এ
বিষয়ে আইডিয়া প্রজেক্টর অফিসার ইনচার্জ (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান মঙ্গলবার (২৮ এপ্রিল) জাগো
নিউজকে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রচারের মাধ্যমে NID online
services এর যে প্রচার ও
প্রসার হয়েছে তার ফলশ্রুতিতে এখন পর্যন্ত ৬০ হাজারের অধিক
NID online copy download হয়েছে।
আমরা জনগণের সেবা নিশ্চিতকরণে বদ্ধ পরিকর।’
মোবাইলের
এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতি :
nid<formNo><dd-mm-yyyy> লিখে
105 পাঠাতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর
প্রেরণ করা হবে।
উদাহরণ
: 105 এ প্রেরণ করুন nid <Form No><dd-mm-yyyy>
ফিরতি এসএমএস এ পাবেন : nid XXXXXXX 24-08-1992।
২০২০
সালের ২ মার্চ সর্বশেষ
হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশিত ৬৯ লাখ ৫৮
হাজার ৩৪১ জন নতুন নিবন্ধিত
ভোটারের মধ্যে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ
দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন
তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া
যাবে না।
যারা
রেজিস্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd ওয়েব সাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন।
যারা
NID নম্বর পেয়েছেন তারা online portal এ NID এর তথ্য ও
মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online portal এ login করতে পারবেন। login এর পর আবেদনকারী
ফরমের এন্ট্রিকৃত সকল ডাটা দেখতে পারবেন।
রেজিস্ট্রেশনকৃত
ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন
তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।
কোনো
ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন অথবা সংশোধন করতে চান তাবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে online এ আবেদন করতে
পারবেন। online এ আবেদনকারী NID কার্ডের
আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আবেদনকারী sms পাবেন এবং portal হতে পুনরায় NID copy সংগ্রহ করতে পারবেন।
যে
সব যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে
(https://services.nidw.gov.bd) ঠিকানায় ভোটার নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন
অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। পরবর্তীতে তাদের আবেদন যাচাই বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র
প্রদান করা হবে।
রমজানে
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্পলাইন কল সেন্টারে ১০৫
নম্বরে ফোন করে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। দেশের ৬৪টি জেলার ডাটা এন্ট্রি অপারেটরদের মোবাইল নম্বর online portal এ সংযুক্ত করা
হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে এই মোবাইল নম্বরে
যোগাযোগ করা যাবে।
jonytelemedia18366@gmail.com
ReplyDelete