১৩৯৪ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (NSI) তে আবেদন সংক্রন্ত তথ্য দেখুন ।
আবেদনে শুরু ও শেষ তারিখ :
২৭ জুলাই ২০১৯ দুপুর ১২ টা থেকে ২৬ আগস্ট ২০১৯ সন্ধ্যা ৬টা পযর্ন্ত।
আবেদন ফি :
ক্রমিক নং ১ পদের জন্য ৭০০/-, ২নং পদের জন্য ৫০০/- ৩-১৪ নং পদের জন্য ১০০/- এবং ১৫-১৭ নংপদের জন্য ৫০/- ফি প্রযোজ্য ।
অন্যান্য তথ্য :
i) আপনি একাধি পদে আবেদন করতে পারেন । তবে একাধিক পদের পরীক্ষা একই সময় হতে পারে। যেমন গতবার (এডি এবং ফিল্ড অফিসারের পরীক্ষা একই সময়ে হয়েছিলো )ii) কোন পদের পরীক্ষার্থী অত্যধিক হলে পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।অন্যথায় ঢাকাতে হবে ।
iii) যেকোন পদে আবেদন করার আগে বিজ্ঞপ্তি ভালোকরে পরে নিন।
iv) পরিক্ষার পদ্ধতি ও মানবন্টন সম্পর্কে https://bdgovtjobs69.blogspot.com পরবর্তী পোস্ট এ জানানো হবে।


No comments