Header Ads

বিসিএস প্রিলি প্রস্তুতি - যেভাবে পড়লে আপনি বিসিএস প্রিলিমিনারির. ইংরেজি সাহিত্যে খুব সহজেই ১০ নম্বর পেতে পারেন সৌজন্য :শ্রদ্ধেয় Sharif Hossain Ahmad Chowdhury স্যার .





বিসিএস প্রিলি প্রস্তুতি - যেভাবে পড়লে আপনি বিসিএস প্রিলিমিনারির. ইংরেজি সাহিত্যে খুব সহজেই ১০ নম্বর পেতে পারেন সৌজন্য :শ্রদ্ধেয় Sharif Hossain Ahmad Chowdhury স্যার .

প্রথম ধাপ:
) ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ যুগসমুহের নাম সময়সীমা। ) William Shakespeare (১৫৬৪-১৬১৬) ) রোমান্টিক যুগের (১৭৯৮-১৮৩২) সকল কবি সাহিত্যিক। (এই তিনটি অংশ খুব ভালোভাবে পড়লে প্রায় নম্বর কমন পাবেন বলে আমার বিশ্বাস)
 দ্বিতীয় ধাপ:
 একটু সময় হাতে নিয়ে ২৫/৩০ টি Literary Terms (যেমন simile, metaphor, personification, hyperbole, satire, irony, alliteration, lyric, limeric, ballad, allegory, euphemism ইত্যাদি) / জন মিলে গ্রুপ করে পড়বেন। (এমন ভাবে পড়বেন যেন কেউ এগুলো থেকে প্রশ্ন করলে মিনিটে উদাহরণসহ গুছিয়ে বলতে পারেন)
 তৃতীয় ধাপ:
 *Charles Dickens *George Bernard Shaw *T S Eliot *Earnest Hemingway (এদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ুন। মাত্র এই চারজন থেকে টি প্রশ্ন কমন পাওয়া অস্বাভাবিক নয়)
 চতুর্থ ধাপ:
এবারp বাজারের যেকোনো একটি বই থেকে বিভিন্ন পরীক্ষায় আসা বিগত সনের প্রশ্নোত্তরগুলো টাটকা মুখস্থ করে ফেলুন।
পঞ্চম ধাপ:
 নিচের লেখকদের সম্পর্কে বিস্তারিত না পড়ে তাদের ব্যাপারে সবচে গুরুত্বপূর্ণ তথ্য বা তাদের লেখা সবচে বিখ্যাত গ্রন্থের নাম/উক্তিগুলো মনে রাখুন। Christopher Marlowe 3* Edmund Spenser* Ben Jonson* Francis Bacon 3* John Milton 5* Alexander Pope 5* Jonathan Swift 3* Denial Defoe * Dr. Samuel Johnson 3* Henry Fielding 3* Thomas Gray* Edmund Burke Sir Walter Scott* Theckary* R L Stevenson* George Eliot 3* Alexander Dumas* Tennyson, Robert Browning 5* Oscar Wilde* O' Henry 3* E M Forster* Virginia Woolf 3* Thomas Hardy 3* Rudyard Kipling* Virginia Woolf 3* D H Lawrence 5* Henrik Ibsen* Bertrand Russell 5* James Joyce 3* George Orwell 3* William Somerset Maugham 3* A P J Abdul Kalam 3* Bangabandhu Sheikh Mujibur Rahman 3* Pearl S Buck* H G Wells 3* Jules Verne* Jean Paul Sarte* + Important Nobel laureates on literature, Economics & peace 5*
 ষষ্ঠ ধাপ:
 সময় সুযোগ পেলে প্রথম তিনটি ধাপের উপর Net থেকে প্রচুর MCQ চেক করুন। (যেমন: MCQ on Shakespeare/ English Romantic period/ Literary terms এভাবে লিখে গুগলে সার্চ দিন) মন্তব্য: >> লিটারেচারে ১৫ পাওয়া সবচে কঠিন, কিন্তু ১০ পাওয়া সবচে সহজ। >> ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন। >> শেক্সপিয়র ছাড়া আর কারো জন্মমৃত্যু তারিখ মুখস্থ করার দরকার নেই। >> অবান্তর, কম গুরুত্বপূর্ণ, ভারী, পেইনফুল, বোকাবোকা তথ্য মাথায় রেখে নিজেকে আকস্মিক জ্ঞানী ভাবা প্রিলি. পাসের জন্য চরম ঝুঁকিপূর্ণ কাজ। .
পুনশ্চ: এটি আমি Sharif Hossain Ahmad Chowdhury এর একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ পরামর্শ। কোন নিশ্চয়তামূলক চূড়ান্ত সাজেশন এটি নয়।


No comments

Powered by Blogger.