Header Ads

১৮০ পদে যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি---------!!!!!!!!


আবেদনের শেষ তারিখ : ২১.১১.১৯

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন ১০৮ মতিঝিল বা/, ঢাকা-১০০০ যুব উন্নয়ন আধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহবান করা যাচ্ছে :

ক্রেডিট সুপারভাজার - ১৫০টি 
সাঁট লিপিকার কামকম্পিউটার অপারেটর -  টি 
জুনিয়র প্রশিক্ষক ( পোশাক) - টি
গাড়িচালক - ৭টি
প্রদর্শক - ১৪ টি
মেকানিক -  টি 


মৎস্য সহকারী - ১টি 






. ক্রেডিট সুপারভাইজার - ১৫০টি বেতন স্কেল গ্রেড: ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১) শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী।

. সাঁট লিপিকার কাম- কম্পিউটার অপারেটর- ০১টি বেতন স্কেল গ্রেড: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ঘাতক বা সমমানের ডিগ্রী। কম্পিউটার ব্যবহারে দক্ষতাঁ থাকিতে হইবে। সাঁট লিখন গতি প্রতি মিনিটে ইংরেজী ৮০, বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, -মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার মুদ্রাক্ষর গতি বাংলা : প্রতি মিনিটে সর্বনিয় ২৫ শব্দ এবং ইংরেজী : প্রতি মিনিটে সর্বনিয় ৩০ শব্দ থাকিতে হইবে। 

. জুনিয়র প্রশিক্ষক - ০৫টি বেতন স্কেল গ্রেড: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা (পোষাক) সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ পোষাক তৈরী ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরী ট্রেডে প্রশিক্ষণ প্রদানের ১এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

. গাড়ীচালক ০৭টি বেতন স্কেল গ্রেড: ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। হালকা ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

. প্রদর্শক ১৪টি বেতন স্কেল গ্রেড: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ যুব উন্নয়ন অধিদপ্তরের যে কোন যুব প্রশিক্ষণ কেন্দ্র হইতে গবাদিপশু হাঁস- মুরগীপালন, মৎস্য চাষ কৃষি বিষয়ক (দুই) মাস ১৫(পেনের) দিন মেয়াদী কোর্সেগ্রেডে উত্তীর্ণ। 

. মেকানিক হেলপার - ০২টি বেতন স্কেল গ্রেড: ৯০০০-২১৮০০/- (গ্রেড-১৭) শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে হার্ডওয়ার মেইনটেন্যান্স প্রশিক্ষণসহ মেকানিক হেলপার হিসেবে (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা। 

. মৎস্য সহকারী ০১টি বেতন স্কেল গ্রেড: ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণসহ (দুই) বৎসরের চাকুরির অভিজ্ঞতা। 

নিয়বর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। . ৩০.১০.১৯খ্রি, তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়। . সকল পদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এস,আর, নং ১৮৩-আইন/২০০৫/সম/বিধি-/এস-/২০০০, তারিখ : ৬ই আষাঢ় ১৪১২/২০ শে জুন ২০০৫ অনুযায়ী জুলাই, ১৯৯৭ তারিখ হতে শুরু হওয়া উন্নয়ন বাজেটভুস্ত সরকারকর্তৃক অনুমোদিত সমাপ্ত প্রকল্পসমূহের জনবলের বয়সসীমা শিথিলযোগ্য। . নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮-২৭৬ তারিখ : অক্টোবর ২০১৮ অনুযায়ী বিজ্ঞাপিত ক্রেডিট সুপারভাইজার (গ্রেড-১১) এবং সীট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদের ক্ষেত্রে কোন কোটা থাকবে না। বিজ্ঞাপিত অন্যান্য পদ গ্রেড ১৪-১৮ হওয়ায় কোটা পদ্ধতি যথাযথ অনুসরণ করা হবে। . যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালে ক্রেডিট সুপারভাইজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি নং যুউআ/প্র-৩০/২০১২-১৪৫ তারিখ : ৩১..২০১৩ খ্রি. উল্লিখিত ১৬(ষোল) পদ এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতা বহির্ভূত থাকবে। . সরকারি, আধা-সরকারি স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। . অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী :

. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি  http://dyd.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
(1) Online- আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান শুরুর তারিখ সময় ৩০.১০.২০১৯খ্রি. সকাল ১০.০০টা।
(31) Online- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় ২১.১১.২০১৯খ্রি. বিকাল ০৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে user IDপ্রাপ্ত প্রার্থীগণ Online- আবেদনপত্র Submit -এর সময় থেকে পরবর্তী ৭২বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

No comments

Powered by Blogger.