Header Ads

১৭২২ পদে বাংলাদেশ সেফ্ ট্রনজিট সিস্টেম বি এস টি এস এল লি. (BSTSL) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকামি


১৭২২ পদে বাংলাদেশ সেফ ট্রানজিট সিস্টেম - বিএসটিএসএল লিঃ নিয়োগ- ০৭/১১ \'

Deadline: 7 Nov 2019 বাংলাদেশ সেফ ট্রানিজট সিস্টেম-বিএসটিএসএল লিমিটেড জাপান, কোরিয়া বাংলাদেশ যৌথ উদ্যোগের একটি পাবলিক কোম্পানী বাংলাদেশ সরকার বিএসটিএসএল-এর যৌথ উদ্যোগের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করণের লক্ষ্যে দেশের সকল জাতীয় মহাসড়ক সড়ক পথসমূহ এবং শহর ভিত্তিক সিসি ক্যামেরা, লাইটিৎ সিস্টেম, গাড়ীর গতি নিয়ন্ত্রক স্পিড সেন্সর স্থাপনের প্রজেক্ট তৈরীর জন্য বর্ণিত পদ সমূহতে জনবল নিয়োগ দেয়া হবে

. পরিচালক- (২২ টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালর হতে স্নাতকোত্তর সমমান পাশ হতে হবে বিভিন্ন সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানে ন্যুনতম হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সলীমা শিঘিলযোগ্য

. সিভিল ইঞ্জিনিয়ার - (২২টি ) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রী থাকতে হবে পেশায় ন্যুনতম হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলবোগ্য।

. ইলেকট্রিক ইঞ্জিনিয়ার - (৩২টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রী থাকতে হবে পেশার ন্যুনতম হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলঘোগ্য

. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার - ( ১৬ টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রী থাকতে হবে পেশায় ন্যুনতম হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিঘিলযোগা
. ভূ-প্রকৌশলী - ( ১২টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ভূ-প্রকৌশলীতে বিএসসি ডিগ্রী থাকতে হবে। পেশায় ন্যুনতম হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য

. নেটওয়ার্ক ট্রান্সমিশন ইঞ্জিনিয়ার - ( ১৮টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সাইন্সে বিএসসি ডিগ্রী থাকতে হবে। পেশায় ন্যুনতম হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য  

. পরিবহণ প্রকৌশলী - ( ৮টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিবহণ প্রকৌশলীতে বিএসসি ডিগ্রী থাকতে হবে পেশায় ন্যুনতম হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য  

. সহকারী পরিচালক - (৩২টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সমমান পাশ হতে হবে দেশী-বিদেশী প্রতিষ্ঠানে হতে বছর কাজের অভিজ্ঞত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

. সিনিয়র কর্মকর্তা - ( ৪৮টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সমমান পাশ হতে হবে প্রার্থীকে কম্পিউটারে পারদর্শী থাকতে হবে অফিস ম্যানেজমেন্ট বিষয়ে দায়িত পালন করা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে (এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার)

  ১০. কন্ট্রোল অফিসার - (২২০টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সমমান পাশ হতে হবে প্রার্থীকে কম্পিউটারে পারদর্শী সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য  

১১. মনিটরিং অফিসার - (৪৪০টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্লাতক সমমান পাশ হতে হবে। প্রার্থীকে কম্পিউটারে পারদর্শী সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয্নসসীমা শিথিলযোগ্য

১২. সার্ভেয়ার/পরিমাপক - ( ৪০টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএএসসি/ সমমান পাশ হতেহবে এবং সার্ভেয়ার/পরিমাপক পেশা সনদধারী হতে হবে পেশায় হতে বছরের অভিজ্ঞতা থাকতে হবে  

১৩. ফাইভার ফিউশন টেকনিশিয়ান - ( ৪০টি) যোগ্যতাঃ অপটিক্যাল ফাইবার ক্যাবলস্কানেকশনস্ মেইনটেন্স বিষয়ে ন্যুনতম হতে . বদরের অভিজ্ঞতা থাকতে হবে। (এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/অষ্টম শ্রেণী। অধিকতর অভিজ্ঞতা সম্পন প্রার্থীদের বয়সসীমা শিখিলযোগ্য। 

১৪. পেট্রোল সুপারভাইজার (নিরাপত্তাকর্মী) - ( ৭৪০টি) যোগ্যতাঃ সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএএসসি/সমমান পাশ হতে হবে। এবং অধুমপায়ী হতে হবে। উচ্চতা কমপক্ষে ফুট ইঞ্চি হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য  

১৫. গাড়ী চালক (ড্রাউভার) - ( ৩২টি) যোগ্যতাঃ ভারী,মাঝারী হালকা যান চালানো পারদর্শী হতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতেহবে পেশায় হতে বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (বিশেষ ক্ষেত্রে অষ্টম শ্রেণী

ক। আবেদনপত্র প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত যথা-নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ বয়স (২৪.১০.২০১৯ তারিখে), জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা (যদি থাকে), বিশেষ কোটার প্রার্থী হলে উক্ত কোটার নাম ইত্যাদি উল্লেখপূর্বক আগামী ০৭/১১/২০১৯ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিএসটিএসএল সচিব, হোসাইনস টাওয়ার (৫ম ৬ষ্ঠ তলা), প্লট নং : ১০৩ ঢাকা ময়মনসিংহ রোড, সেক্টর : , উত্তরা, ঢাকা- ১২৩০, বাংলাদেশ | এর বরাবরে ডাকযোগে আবেদনপত্র পৌছাতে হবে নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে নাঃ 

খ। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যারিত ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার যেদি থাকে) সত্যায়িত কপি সংশ্লিষ্ট সিটিকর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট হতে নাগরিকতৃ সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে;

  গ। সকল পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন  

ঘ। মহিলা/সরকারী এতিমখানা নিবাসী, বেসরকারি এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী/মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি/আনসার শ্রাম প্রতিরক্ষা দলের সদস্য এবং উপজাতি কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্রসহ আবেদন দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্র প্রার্থীর পিতা/মাতার অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে;

  ঙ। নিয়োগের ক্ষেত্রে বিএসটিএসএল বিদ্যমান বিধি-বিধান অনুযায়ী সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে;

  চ। প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ অফেবরতযোগ্য ২০০/- টাকা ব্যাক ড্রাফট আবেদনের সাথে সত্যুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে  

আবেদনের উপরে কোন প্রকার সুপারিশ, তদবির/টেলিফোনে সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবেঃ 

জ। পিতা বা স্বামীর স্থায়ী ঠিকানাই প্রার্থীর স্থায়ী ঠিকানা বলে বিবেচিত হবে

; অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ এবং সংগ্লিষ্ট কাগজপত্র নামযুক্ত সীল ব্যবহারপূর্বক সত্যায়িত করা না হলে তা বাতিল বলে গণ্য হবে; ঙ। লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য কোন রকম ভ্রমণ বা দৈনিক ভাতা (টি /ডিএ) প্রদান করা হবে নাঃ
. উপরের যে কোন শর্তের ব্যত্যয় ঘটিয়ে (যেমন-ভুয়া ঠিকানা বয়স, ভূয়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ইত্যাদি) কেউ আবেদন করে চাকরির জন্য বিবেচিত হওয়ার পরও তা মিথ্যা/ভুয়া প্রমাণিত হলে তাকে বিনা নোটিশে চাকুরিচ্যুত করা হবে এবং দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে; ) বিএসটিএসএল-এর অনুমোদনক্রমে বিজ্ঞাপিত পদের সংখ্যা বাড়তে/কমতে পারে; এবং প্রার্থী বাছাই-মনোনীত বা প্রার্থীর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সিন্ধান্ত মতামত এবং প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে বিএসটিএসএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ) বিএসটিএসএল-এর চাকুরীর বিধি-বিধানুযারী পেনশন/প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুয়িটি, কর্মী কল্যাণ সুবিধা, বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন পাশাপাশি খণ সুবিধা, লজিষ্টিক খণ, বদলী ভ্রমণ ভাতা, বীমা সুবিধা, কর্মস্থলে একক আবাসন সুবিধা রয়েছে। ) প্রার্থী নিয়োগ পরীক্ষায় চাকুরীর জন্য মনোনীত হলে যোগদানের পূর্বে বিএসটিএসএল-এর কল্যাণ/প্রভিডেন্ট ফান্ডে হতে নং পদে তিনলক্ষ টাকা হতে ১৫ নং পদে একলক্ষ টাকা আলোচনা সাপেক্ষ টাকা জমা প্রদান পূর্বক চীকুরীতে যোগদান করতে হবে যা চাকুরী শেষে প্রতিষ্ঠানের নিয়ম বিধি বিধানুযায়ী পেনশন/প্রভিডেন্ট ফান্ডের সাথে সমন্বয় পূর্বক ফেরৎ প্রদান করা হবে ইব্রাহীম খলীল সচিব প্রশাসন সভাপতি নিয়োগ নির্বাচন কমিটি বাংলাদেশ সেফ্ট্রানজিট সিষ্টেম-বিএসটিএসএল, ঢাকা





No comments

Powered by Blogger.