Header Ads

নোবেল পুরস্কার ২০১৯





শান্তিতে নোবেল পুরস্কার - ২০১৯  
     
 পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী  Abiy Ahmed Ali for promoting reconciliation, solidarity and social justice The Nobel Peace Prize 2019 was awarded to Abiy Ahmed Ali "for his efforts to achieve peace and international cooperation, and in particular for his decisive initiative to resolve the border conflict with neighbouring Eritrea."


অর্থনীতিতে নোবেল পুরষ্কার ২০১৯ পেলেন


 Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer অবদান: experimental approach to alleviating global poverty. The 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded to Abhijit Banerjee(India) Esther Duflo (France) Michael Kremer (USA

সাহিত্যে নোবেল পুরস্কার.- ২০১৮ +২০১৯

 যৌন হয়রানি সংক্রান্ত 'সংকটের' কারণে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত রাখা হয়েছিলো ২০১৮ সালের জন্য নোবেল পেয়েছেন সাহিত্যিক
 ওলগা টুকারজুগ(Olga Tokarczuk) পোলিশ লেখক। for a narrative imagination that with encyclopedic passion represents the crossing of boundaries as a form of life.
২০১৯ সালের জন্য নোবেল দেওয়া হয়েছে
 পিটার হ্যান্ডকে(Peter Handke); - অস্ট্রিয়ান লেখক। "for an influential work that with linguistic ingenuity has explored the periphery and the specificity of human experience.

রসায়নে নোবেল প্রাইজ ২০১৯ অবদান

The development of lithium-ion batteries The Nobel Prize in Chemistry 2019 was awarded jointly to
 John B. Goodenough (Germany)
 M. Stanley Whittingham (UK)
Akira Yoshino (Japan) "for the development of lithium-ion batteries." ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৯৭ বছর) নোবেল পুরস্কার : জন বি. গুডএনাফ (John B. Goodenough)

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারর পেলেন তিন বিজ্ঞানী!

 মহাকাশ নিয়ে গবেষণায় অবদান রাখায় চলতি বছর ২০১৯ সালে পদার্থবিজ্ঞানে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন।
 )ফিজিকাল কসমোলোজি বিষয়ে গবেষণায় এই পুরস্কার পান জেমস পিবলস এবং
) সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন মাইকেল মেয়র
এবং
৩) দিদিয়ের কুলোজ।
তাদের সম্মানী হিসেবে ১১ লাখ মার্কিন ডলারও দেওয়া হচ্ছে। আর এবছর পদার্থবিজ্ঞান শাখায় পুরস্কার দেওয়া হলো মহাকাশ নিয়ে যুগান্তকারী উদ্ভাবন নিয়ে। এই তিন বিজ্ঞানীর গবেষণার কারণেও এখন আরও অসংখ্য এক্সোপ্লানেটের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

Physiology or Medicine নোবেল পুরস্কার ২০১৯

Reason: discoveries of how cells sense and adapt to oxygen availability The 2019 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to
William G. Kaelin Jr (USA)
Gregg L. Semenza (USA)
Sir Peter J. Ratcliffe (UK) "for their discoveries of how cells sense and adapt to oxygen availability.”


No comments

Powered by Blogger.