সব ধরনের জব পবিক্ষার জন্য গুরুত্বপূর্ণ এম.সি.কিউ (MCQ) PDF দেয়া হবে আজকে পর্ব -১
jobs solution
১) এশিয়া ও আমেরিকা কে পৃথক করেছে – বেরিং প্রণালী । এশিয়া
ও ইউরোপকে পৃথক করেছে- বসফরাস প্রণালী । এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে – দার্দানেসিস
প্রণালী । ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে- জিব্রাল্টা প্রণালী।
২) উচ্চতা নিণর্য়ে ব্যক্তির ক্ষেত্রে – tall এবং বস্তুর ক্ষেত্রে –high হবে।
৩) UNHCR , ILO,ITU,WMO,WIPO,WHO,WTO,UNCTAD,ITC,UNITAR,ICRC,IPU,UNIDIR,WHF
– এদের সদর দপ্তর জেনেভাতে ।
৪) কল্লোল পত্রিকার
প্রথম সম্পাদক ছিলেন – দীনশরঞ্জন দাস।
৫) কবি কামাল চৌধুরির রচিত গ্রন্থ- টুঙ্গিপাড়া থেকে ,মিছিলের
সমান বয়সী ,টানাপায়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে , ধূলিও সাগর দৃশ্য,
হে মাটি পৃথীবির পূত্র, পান্তশালার ,ঘোড়া ইত্যাদি।
৬) ১৯৯৮ সালে প্রথম আইসিসি সম্পিয়ান ট্রফি ঢাকায় অনুষ্ঠিত
হয় । ২০০০ সালের পূর্বে এর নাম ছিলো আসিসি
নক আউট টুনামেন্ট এবং ২০০০ সালে প্রথম বার বাংলাদেশ অংশগ্রহন করেন ।
৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ১৩ খন্ডে বিভক্ত এর চরিত্র গুলো
হলো – কৃষ্ণ, রাধা ,বড়াই ।
৮) LUNATIC – পাগল।
৯) আর্তনাদ (১৯৮৫) সালে শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক
উপন্যাস ।
১০) বাংলাদেশ ও মিয়ারমার মধ্যেকার সমুদ্র বিরোধ নিষ্পতি
হয় ১৪ মার্চ ২০১২ সালে র্জামানের সমুদ্র বিষায়ক
আন্তর্জাতিক ট্রাইব্যুনলে ।
১১) আনোয়ার পাশার মুক্তিযোদ্ধর পটভূমি নিয়ে রচিত – নীড়
সন্ধানী , নিষুত্তিরাতের গাথা , রাইফেল রেটি আওয়াত ।
১২) সৈয়দ শামসূল হকের কাব্যনাট্য গুলো হল – পায়ের আওয়াজ
পাওয়া যায় , গণনায়ক , নুরুলদীনের সারা জীবন, এখানে এখন,ঈষা ,যুদ্ধ ।
১৩) সৈয়দ শামসূল হকের উপন্যাস গুলো হল – নিষিদ্ধ লোবান
, সীমানা ছড়িয়ে , এক মহিলার ছবি , নীল দংশন
, অনুপম দিন ,এাহি ।
১৪) ১৯৮৫ সালে রির্চাড ম্যাথিউ স্টলম্যান একজন বিখ্যাত
মার্কিন কম্পিউটার প্রোগামার ,হ্যকার ,সমাজকর্মী তিনি সর্ব্ব প্রথম আন্দোলন এর মাধ্যমে মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশন গড়ে
তুলে ।
১৫) ১৯৯৭ সালে মঙ্গল গ্রহে অবতরণকারী রোবটিক নভোযানটির
নাম (path finder) পাথ ফাইন্ডার ।
16) Arbitrary – এলোমেলো।
১৭)ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাবভনের সামনে অবস্থিত ”অপরাজয়ে
বাংলা” এর স্থাপতি –সৈয়দ আবদুল্লাহ খালেদ ।
১৮) ছয় দফা দাবিতে ধমঘটে পুলিশের গুলিতে ১০ জন নিহত হয়।
১৯) A Specialist in eye discuses – Ophthalmologist
২০) কাল্পনিক গল্পকে – Fantasy বলে ।
২১) বৈষ্ণব সাহিত্যে ও সাধনায় পাচঁ প্রকার রস পাওয়া যায় - শান্ত , দাস্য , সখ্য , বাৎসল্য , মধুর রস ।
২২) বাউন্ডেলের আত্মকাহিনী (১৯১৯) সালে প্রকাশিত কাজী নজরুলের
প্রথম গল্প।
২৩) পাবত্য চট্টগ্রামের শান্তি চুক্তি স্বক্ষরিত হয় ২ ডিসেম্বর
১৯৯৭ সালে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং সন্তু লারমা ।
২৪) সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর আর্গন গ্যাস ব্যবহৃত
হয় ।
২৫) ভিটামিন – কে ক্ষতস্থান হতে রক্তপাত বন্দে সাহায্য করে ।
২৬) The Taming of the Shrew –(comedy) W. Shakespeare
২৭) BREXIT ইস্যুতে ১ম গণভোট হয় ২৩ জুন ২০১৬ সালে EU –
তে না থাকার পক্ষে ভোট পড়ে ৫১.৮৯% ।
২৮) নির্মল চর রাজশাহী জেলায় অবস্থিত।
২৯) পুরোনো বাংলার গদ্য লিখেছেন – আনিসুজ্জামান ।
৩০) বাংলাকে রাষ্ট্র ভাষা করার জন্য প্রথম ধর্মঘট হয় -১১
র্মাচ ১৯৪৮ সালে।
৩১) লাহোর প্রস্তাব – ২৩ শে র্মাচ ১৯৪০ সালে।
৩২)সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যলিফোনিয়া অঙ্গরাজ্যে
অবস্থিত।
৩৩) শেখ মোহাম্মদ সুলতান এর চিত্রকর্ম গুলো হল – চরদখল
ও হত্যাযজ্ঞ ।
৩৪) চীন বাংলাদেশ কে স্বীকৃতি দেয় – ৩১ আগস্ট ১৯৭৫ সালে।
৩৪) অবিভক্ত বাংলার ১ম মূখ্যমন্ত্রী ছিলেন –এ .কে ফজলুলহক
(১৯৩৭সালে)। আর অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী ছিলেন – হোসেন শহীদ সোহরাওয়াদী ( ২৪
এপ্রিল ১৯৪৭ থেকে ১৪ আগস্ট ১৯৪৭ পযর্ন্ত)
৩৫) ফকিরা আন্দোলনের নেতা ছিলেন – ফকির মজনু শাহ ।
৩৬) র্পূব –পশ্চিম উপন্যাসটি লিখেছেন – সুনীল গঙ্গোপাধ্যায়।
৩৭) The Cruel Binth of Bangladesh লিখেছেন – র্আচার কে
ব্লাড।
৩৮) ”We shall fight on the beachas” উক্তি টি ২য় বিশ্বযুদ্ধের
সময় ৪ জুন ১৯৪০ সালে যুক্তরাজ্যের পালামেন্টে উইনষ্টন চার্চিল ভাষণ দেন। রাজনীতিবিদ হয়েও ”The history of Second World War” লিখে তিনি সাহিত্যে
নোবেল পান (১৯৫৩ সালে)।
৩৯) এ.পি.জি আব্দুল কালাম ২০০০-২০০৭ পযন্ত ভাতের (১১তম)
রাষ্ট্রপ্রতি ছিলেন।
৪০) CARE যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবকল্যান সংস্থা এর সদর
দপ্তর জজিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়।
৪১) রেডক্রস -৯ ফেব্রুযারি ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের নাগরিক
হেনরিডুনান্ট প্রতিষ্ঠা করেন।
৪২) SDG মেয়াদ কাল – ১ জানুয়ারী ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর
২০৩০ সাল পর্যন্ত ।
৪৩ ) ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বাংলাদেশের সংবিদান ১৬ বার সংশোধন করা হয়।
৪৪) চন্ডিমঙ্গল কাব্যের চরিত্র – ফুল্লরা , কালকেতু , ধনপতি
।
৪৫) বিদ্যাপতির ভাষাশিষ্য বলা হয় – গোবিন্দদাস কে যার আসল পদবি সেন। কবি বল্লভদাস
এই উপাদি প্রদান করেন।
৪৬) ঈশ্বরচন্দ্র গুপ্তের “সাংবাদ প্রভাকর “ -১৮৩১ সালে
থেকে প্রকাশিত হয় । এবং বঙ্কিমচন্দ্রের “বঙ্গদশন” – ১৮৭২ সালে থেকে প্রকাশিত হয়।
৪৭) কায়কোবাদের মহাকাব্য “মহাশ্মাশান “ – ১৭৬১ সালে প্রকাশিত
। এবং মাইকেল মধুসদন দত্তের “মেঘনাদ বধ “ মহাকাব্য -১৮৬১ সালে প্রকাশিত হয় । রবীন্দ্রনাথ
মহাকাব্য রচনা করেননি।
৪৮) কাজী নজরুল ইসলাম তার ”অগ্নিবীণা “ কাব্য গ্রন্থ রবীন্দ্রঠাকুর ঘোষ কে উৎসগ করেন।
৪৯) শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সমূহ- দুই
সেনিক ,জাহান্নাম হতে বিদায় নেকড়ে অরণ্য , জলাংগী।
No comments