Header Ads

জব সল্যুশন শেষ করবেন যেভাবে + জব সলুশন পড়বেন কিভাবে? চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে বড় বই জব সল্যুশন।






জব সল্যুশন শেষ করবেন যেভাবে + জব সলুশন পড়বেন কিভাবে? চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে বড় বই জব সল্যুশন।

প্রাথমিক ভাবে চাকরির প্রস্তুতির শুরুতে এই বইটিই আপনাকে যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোজন যোজন দূরত্ব এগিয়ে দেবে।তবে এই বই পড়তে গিয়ে একটাই সমস্যা শেষ করা দুরুহ বা ধৈর্য থাকেনা।এর অন্যতম কারণ হলো এখানে সব প্রশ্নের সমাহার এবং কোন নির্দিষ্ট টপিক বা অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেই।বরং একসেট প্রশ্নে বাংলা,ইংরেজি,গণিত,বি­জ্ঞান,সাধারণ জ্ঞান এর সব ক্যাটাগরির প্রশ্ন থাকে।যার ফলে কেউ যদি একটা প্রশ্ন সলভ করতে যায় - ঘন্টা সময় লাগে।কয়েকদিন - টা পড়ার পর ভাল লাগেনা ফলে মনে হয় ধূর এর চেয়ে সাবজেক্ট ওয়াইজ গাইড বই পড়ি।কিন্তু আপনি ইচ্ছে করলে একটু টেকনিক করলে সহজেই - মাসে অন্যান্য গাইড বই পড়ার সাথে জব সল্যুশনও শেষ করতে পারবেন।এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো শক্ত মন নিয়ে একটা জেদ,এই বই আমি ফার্স্ট টু লাস্ট দেখে ছাড়ব।এবার..
)তিনটি খাতা করুন,বাংলা +ইংরেজি,বাংলাদেশ+আন্­তর্জাতিক, গণিত+বিজ্ঞান।
)যেকোন একটা বিষয় নিয়ে শুরু করবেন এবং টানা ১০-১২ দিন ওইটাই পড়ুন।যেমন বাংলা শুরু করলেন বিসিএস৩৮এর প্রশ্ন দিয়ে এরপর পরের বিসিএস,এভাবে ৩৮-১০ বিসিএস প্রথমে শুধু বাংলার প্রশ্ন পড়ুন।একলাইনে প্রশ্ন পড়ে খাতায় লিখুন,অপশনগুলো বাদ দিয়ে শুধু সম্পূর্ণ উত্তরটা লিখে রাখুন প্রশ্নের পাশে বা নিচে।
)জব সল্যুশন সলভ করতে গেলে দেখবেন একই প্রশ্ন বিভিন্ন প্রশ্নে এসেছে তখন যে প্রশ্নটা আগে আপনি লিখেছেন পূনরায় তা লিখার দরকার নেই।
 )ভাবছেন এত বড় বইয়ের সব প্রশ্ন লিখা কি সম্ভব!! ছোটবেলায় খাবার কথা মনে আছে?না খেতে চাইলে মা মাঝে মাঝে প্লেটের সব খাবার ছোট ছোট করে ভাগ করে দিত।প্রথমে একপ্লেট খাবার দেখে ভয় পেয়ে গেলেও পরে ঠিকই সব খাবার শেষ হয়ে যেত।সেরকম ভাগ করে নেন।টার্গেট করুন অত পেজ শেষ করব আজ তারপর ততগুলো।দেখবেন সহজ হয়ে গেছে।
 )সর্বোচ্চ কতটি প্রশ্ন আছে? আপনাদের একটা বিষয় না বললেই নয় ২০১৪ এর এডিশনটা আমি শেষ করেছিলাম। বাংলা ১২০৮,ইংরেজি১০৯৭, সাধারণ জ্ঞান ১৭৮০টি মত একলাইনে উত্তরসহ প্রশ্ন লিখেছিলাম রিপিট হওয়া প্রশ্ন বাদ দিয়ে।
)আর হ্যা নন-ক্যাডার অংশে সব পড়ার দরকার নেই।শুধু পিএসসির প্রশ্নগুলো সলভ করবেন।পিএসসির প্রশ্ন চিনবেন যেভাবে তা হলো ১০০ টি mcq থাকবে।খাতার দৈর্ঘ কমাতে চাইলে প্রতি পাতায় মাঝ বরাবর স্কেল টেনে ভাগ করে নিতে পারেন। ধন্যবাদ। এবার একটা গল্প বলি, এক বিখ্যাত চকোলেট কোম্পানির মালিক বিমানে ভ্রমণ করছেন।সেই বিমানের এক বিমানবালা তাকে দেখে একটা প্রশ্ন করার অনুমতি চাইলেন।অনুমতি পেয়ে বিমানবালা বললেন "স্যার আপনার কোম্পানির চকোলেট তো বাজারে একচেটিয়া তারপরও আপনি টিভিতে এখনও কেন একই বিজ্ঞাপন প্রতিদিন প্রচার করছেন!!! জবাবে লোকটি হেসে বললেন "তোমার বিমান তো আকাশে উড়ছেই, তাহলে ইঞ্জিন চালু রেখেছ কেন?" যারা মনে করেন বা বলে থাকেন জবসল্যুশনের দিন শেষ তাদের প্রস্তুতি খুব ভাল।তাদের জন্যই এই গল্প।প্রস্তুতি ভাল যত হবে তত আপনি এই বইটা দ্রুত শেষ করবেন তবে ছেড়ে দেওয়া অনুচিত। ধন্যবাদ। (আনোয়ার হোসেন সিনিয়র অফিসার , পুবালি ব্যাংক )

অনেকেই জিজ্ঞেস করেন #Job_Solution কিভাবে মাসে শেষ করা যায়?

আমি এটা নিয়ে আগেও বলেছি, তবুও আপনাদের জন্য আরো একবার বলছি। কোথাও কিছু ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
বইটাকে দুই ভাগে ভাগ করুন,
/বিসিএস
/ পিএসসি অন্যান্য।
বিসিএস আপনি সব মিলে ৩৫ সেট মত প্রশ্ন পাবেন। সেগুলাকে টা করে সাত দিনে শেষ করুন। টপিক মিলান। পরের সাত দিনে আবার রিভিশন দিন। এভাবে আপনি চাইলে একমাসে বার বিসিএস প্রশ্ন শেষ করতে পারবেন। রিভিশন এর সময় আগে প্রথম দেখেছেন বা কনফিউশন হয় এমন প্রশ্ন গুলো রিভাইস দিন।
/ পিএসসি তে আপনি ৮৫০+- পেজ পাবেন। যা রুটিন করে নিলে ১৫ দিনে কাভার করা কোন ব্যাপার না। বাকি ১৫ দিবেন রিভিশন।
বাকি থাকলো বিজেএস, বিসিএস লিখিত, প্রাইমারী, মাধ্যমিক, নিবন্ধন আর এটিইও+টিও জবের প্রশ্ন এগুলা পরে পড়লেও চলে। যার মাঝে প্রিলিতে আসবে না এমন আর রিপিটেড প্রশ্ন পাবেন। যা আপনার আগে পড়া হয়ে যাবে এগুলা পড়তে গিয়ে। ১৫০০ পেজের বইতে নিশ্চিন্তে ৫০০ পেজ বাদ দিতে পারেন, কারন এগুলা বিসিএস রিটেন+ বিজেএস প্রিলি+রিটেনে ভরা থাকে। আগে বিসিএস + পিএসসি মিলিয়ে যে ১০০০+ পেজ আছে সেটা শেষ করুন। প্লান মাফিক পড়লে একমাসে দুবার রিভিশন দিতে পারবেন।
আমি এভাবে পড়েছিলাম।

জব সলুশন পড়বেন কিভাবে?

অনেকে ইনবক্স করেছেন, জিজ্ঞেস করেছেন ২০০০ টিক মানে কি??
২০০০ টিক হলো ২০০০ এমসিকিউ। মানে ১০০ নম্বরের ২০ সেট প্রশ্ন। অবশ্যই ব্যাখ্যা সহ!
অনেকে জিজ্ঞেস করেছেন, কিভাবে পড়েন এত টিক? এত না ভাই, অল্পই আছে। বুঝিয়ে বলি। পড়ার কিছু সিস্টেম আছে। আগেই ঘাবড়ালে চলবে না। যেমন : জব সলুশন এর কথা বলি, সেদিন পোস্টে জব সলুশন কিভাবে পড়বেন, বলে দেওয়ার পরে জব সলুশন অনেকের কাছে ছোট হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে। বলেছেন, ভাইয়া এইভাবে জিনিষ টা ভাবিনি, এখন সহজ লাগছে।
জ্বী, বিষয় টা এমনি। আমরা যখন নতুন কিছু শুরু করি মনে ভয়, দ্বিধা কাজ করে। এটা স্বাভাবিক। বাট শুরু করলেই দেখবেন শেষ এর দিকে এগিয়ে গেছে কয়েক ধাপ।
তো ২০ সেট প্রশ্ন না পারলে থাক, দরকার নাই। আপনি আপাতত ১০/১৫ সেট দিয়ে শুরু করেন। পড়াটাকে তিন ভাগে ভাগ করে নেন। ঘন্টা হিসাবে না। ঘন্টা হিসাবে পড়া হয়না। অনেকের আছে ঘন্টায় পুরা চ্যাপ্টার শেষ হয়ে যায়, আবার অনেকের হাফ হয় না। তাই ঘন্টার হিসাব বাদ।
আপনি যদি ১৫ সেট টার্গেট নেন তাহলে, // এভাবে পড়েন। মানে সকালে , দুপুরে , রাতে ৫। তাহলে চাপ কম হবে। পড়াকে ভাগ করে নেন। টার্গেট নিবেন সেট ব্যাখ্যা সহ শেষ না করে উঠবেন না টেবিল থেকে।
সেট শেষ!!!
এবার নিজেকে পুরস্কার দিন। একটা ভালো বই পড়ুন, গান শুনুন, টিভি দেখুন, ফেবু চালান, মোবাইলে কথা বলুন, Description: 😂Description: 😂মানে এনজয় ইউর রিডিং। তবে, এসব কিছুই পরিমিত ভাবে। মানে এমন যেন না হয় গল্প শুরু করলেন আর থামলেন না, তাহলে বাদ এই টপিক।
মনে রাখবেন এখনো ১০ সেট বাকি!!!
যদি ১০ সেট টার্গেট নেন তাহলে একই সিস্টেম, // এভাবে পড়ুন।
আর টার্গেট ফিক্সড করবেন দিন গুনে। কতদিনে শেষ করতে চান, আমার জব সলুশনে যেমন পিএসসি আর বিসিএস মিলে ১৪০ সেট প্রশ্ন আছে। তো এই ১৪০ সেট কে ১৫ দিনে শেষ করতে চাইলে ১৫ দিয়ে ভাগ করে দিনে যে কয় সেট আসে সেভাবে পড়েন।
তবে দিন শেষে আপনার পড়ার পদ্ধতি আপনার উপর ডিপেন্ড করে। আপনার সীমাবদ্ধতা বা শক্তি আপনার থেকে ভালো কেও জানেনা। তাই নিজের মত করে সাজিয়ে পড়ুন।
নেন, বলে দিলাম পড়ার সিস্টেম!!

#হ্যাপি_রিডিং! Description: 😊Description: 😊Description: 😊
কাজী আব্দুল্লাহ আল শরীফ
বিসিএস সহযোদ্ধা
এমবিএ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। (ইবি)

No comments

Powered by Blogger.