Header Ads

বিসিএস প্রিলি: পরীক্ষায় সবচেয়ে বেশিবার যে সকল লেখক থেকে বাংলা ও ইংরেজি সাহিত্যের প্রশ্ন হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা ৩ জন বাংলা সাহিত্যিক + ৩ জন ইংরেজি সাহিত্যিক PDF সহ .....



বিসিএস প্রিলি: পরীক্ষায় সবচেয়ে বেশিবার যে সকল লেখক থেকে বাংলা ইংরেজি সাহিত্যের প্রশ্ন হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা জন বাংলা সাহিত্যিক + জন ইংরেজি সাহিত্যিক আজ।

.............................রবীন্দ্রনাথ ঠাকুর.............................. [৩৭, ৩৬, ৩৬, ৩৬, ৩৫, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৭, ২৬, ২৬, ২৫, ২৫, ২৪, ২৪, ২২, ২২, ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৩, ১০, ১০ তম বিসিএস]

১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
 উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়?
উঃ তের বছর বয়সে।
 ৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
 উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
 উঃ বাল্মীকি প্রতিভা।
 ৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
 ৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।
৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
 উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
 উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
 ১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি কোমল শেষ লেখা। ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে চার অধ্যায়।
 ১৩। রবীন্দ্রনাথেরশেষের কবিতাকী ধরনের গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস।
 ১৪। একখানি ছোট ক্ষেত আমি একেলাএই লাইনটি রবীন্দ্রনাথের কোন কাবিতার?
উত্তরঃ সোনার তরী।
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি?
 উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী তাসের দেশ।
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
 উঃ বার।

কাজী নজরুল ইসলাম.......................... [৩৭, ৩৬, ৩৬, ৩২, ৩১, ২৯, ২৮, ২৭, ২৬, ২৬, ২৬, ২৫, ২৪, ২৪, ২৪, ২৪, ২৪, ২২, ২২, ২১, ২০, ২০, ১৯, ১৬, ১৪, ১০ তম বিসিএস]

১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
 উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন?
উঃ সঞ্চিতা।
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
 উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
 ৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা মৃত্যুক্ষুধা।
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
 উঃ শিউলিমালা, ব্যথারদান রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
 ১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উত্তরঃ ১৩ বার।
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়.............................. [৩৭, ৩৬, ৩৫, ৩৩, ৩২, ৩১, ৩০, ২৯, ২৪, ১৬, ১৬, ১৫, ১৩, ১২ তম বিসিএস]

 ১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের জন্মস্থান কোথায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে, ১৮৩৮ সালে।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ ললিতা তথা মানস।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশনন্দিনী।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি?
 উঃ ইন্দিরা, আনন্দ মঠ , বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানী , রজনী যুগলাঙ্গুরীয়। ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম দুই মেয়ে মৃণালীনি রাধারানীকে বলে দিলে তারা যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ধর্মতত্ত্ব অনুশীলন।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি?
উঃ কমলাকান্ত।
৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন
৮। বঙ্কিমচন্দ্রেরদুর্গেশনন্দিনীউপন্যাসের চরিত্র কি কি?
 উত্তরঃ বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা।
৯। বঙ্কিমচন্দ্রেরবিষবৃক্ষউপন্যাসের চরিত্র কি কি?
 উত্তরঃ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী।
 ১০। বঙ্কিমচন্দ্রেরকৃষ্ণকান্তের উইলউপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর।


William Shakespeare.... .............................. [16th, 29th, 29th, 35th, 35th, 36th, 36th, 36th, 37th, 37th, 37th BCS]
Information about Shakespeare

 1. Born – 23 April 1564
 2. Died – 23 April 1616
 3. A poet and playwright of – Elizabethan period
4. Mostly known for his – plays
5. He is called the national poet of – England
 6. He is also called – the ‘Bard of Avon’
7. He is known as – Poet of human nature
 8. Alfred Tennyson called him –The Dazzling Sun
9. He is the -- Father of English Drama
10. The number of his plays – 37
 11. The number of his sonnets –154
 12. The number of his long narrative poems –2
 13. The number of his epitaphs –2,
14. His swan song / last work was –The Tempest
 15. Wife – Anne Hathaway
16. He married in 18 years old Shakespeare’s 37 plays are divided into three types: 1. Tragedy 2. Comedy 3. History Tragedy; Antony and Cleopatra , Cymbeline , Coriolanus , Hamlet , Julius Caesar , King Lear , Macbeth, Othello, Romeo Juliet, Timon of Athens , Titus Andronicus ,Troilus and Cressida Comedy A Midsummer Night’s Dream , All’s Well That Ends Well , As You Like It, Comedy of Errors . Love’s Lovers Lost , Measure for Measure , Merchant of Venice, Merry Wives of Windsor, Much Ado About Nothing , Pericles, Prince of Tale , Taming of the Shrew , Tempest, Twelfth Nights , Two Gentlemen of Verona, Winter’s Tale History Henry-IV, Henry-V, Henry-VI, Henry-VIII, King John, Richard-II, Richard-III

Previous BCS Questions about Shakespeare;

1. What is the last play of Shakespeare? [37th BCS]
 Ans: Tempest
2. Shakespeare composed much of his plays in which sort of verse? [37th BCS]
 Ans: Iambic pentameter
3. ‘Othelo’ gave Desdemona ………..as a token of love. [37th BCS]
 Ans: Handkerchief
 4. "Frailty thy name is women" is a famous dialogue form…….? [36th BCS]
Ans: W. Shakespeare
. 5. Shakespeare's "Measure for Measure" is a successful…….? [36th BCS]
 Ans: Comedy
6. The Merchant of Venice is a Shakespeare play about…….? [36th BCS]
 Ans: A Jew
7. "To be or not to be that is the question "-is a famous dialogue from….? [35th BCS]
Ans: Hamlet 8. ‘Othello’ is a Shakespeare's play about……? [35th BCS]
Ans: A Moor
9. Who wrote the plays, "The Tempest "and" The Mid Summer Night's Dream"? [29th BCS]
 Ans: Shakespeare
 10. “To be or not to be, that is the…..” [29th BCS]
Ans: question
11. Shakespeare is known mostly for his ……? [16th BCS]
 Ans: Plays

.
William Wordsworth..... ................................ .....................[31st, 35th, 36th, 36th, 36th BCS]
Information about Wordsworth

 1. Wordsworth was a romantic poet.
 2. He was called poet of nature
 3. He and S. T. Coleridge jointly published ‘Lyrical Ballads’ in 1798.
 4. Romantic age began with the publication of ‘Lyrical Ballads’ in 1798.
 5. He became poet laureate in 1843.
 6. He was greatly inspired by French Revolution in 1789.
 7. He believed in Pantheism ( ঈশ্বর সর্ববিরাজমান) Wordsworth’s notable works; Poems; The Prelude, Tintern abbey, Ode on Intimidations of Immortality, Daffodils Essay : Lyrical ballads Other The Solitary Reaper, The Excursion, A Complaint, Ode to Duty, My Heart Leaps Up, To the Cuckoo, The Recluse, Lucy, Michael, Written in March,

 Previous BCS Questions about Wordsworth;

The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad. (Written by William Wordsworth & S. T. Coleridge)
Who is the known as "the poet of nature"? [36th BCS]
Ans: W. Wordsworth
3. Who wrote the poem "The Solitary Reaper"? [36th BCS]
Ans: W. Wordsworth
. 4. Who wrote the following lines, "All at once I saw a crowd, a host of golden daffodils”? [35th BCS] Ans: W. Wordsworth.
5.Wordsworth introduced the reader's --- a new kind of poetry. Fill in the gap. [31st BCS]
 Ans: to

S. T. Coleridge ............................[13th, 36th, 37th BCS]
Information about S. T. Coleridge

 1. Samuel Taylor Coleridge was addicted to Opium.
2. He was known as ‘The Poet of Supernaturalism’
 3. S.T. Coleridge and Wordsworth jointly published –Lyrical Ballad
 4. Two famous quotations of Lyrical Ballad – a. Imagination is the soul of poetic genius b. Poetry is the first and last of all knowledge S. T. Coleridge’s notable works; Poems: The Rime of the Ancient Mariner, Kubla Khan, Biographia Literaria, Dejection: An Ode, Christabel, A Christmas Carol, Fears in Solitude, The Nightingale: A Conversation Poem

 Previous BCS Questions about Coleridge;

 1. Who wrote ‘’Biographia Literaria’’? [37th BCS]
Ans: S.T. Coleridge
2.The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad.
3. The Literary work "Kubla Khan" is…..? [13th BCS]
Ans: A verse by Coleridge
4. Which of the following writer's belongs to the romantic period in English Literature? [36th BCS]
 (a) A. Tennyson (b) Alexander Pope (c) John Dryden (d) S. T. Coleridge Ans: S. T. Coleridge.


No comments

Powered by Blogger.